মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে নওগাঁর মহাদেবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উপজেলা হলরুমে আয়োজিত সফল মৎস্য চাষীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাকসুদুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ,কে, এম, জামান ও ক্ষেত্র সহকারী আব্দুস ছালাম।