সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার প্রাণকেন্দ্রে, জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ডিসি গার্ডেন এর উদ্বোধন করা হয়েছে।সোমবার সকাল ১০টায় ফিতা কেটে ডিসি গার্ডেনের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব জি এস এম জাফরউল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিভিল সার্জন ডা: রামপদ রায়,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদের সভাপতিত্বে ও সমষ্টি সিরাজগঞ্জের সমন্বয়ক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নূরুল ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডা. ফারুক আহাম্মাদ, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সহ-সভাপতি দৈনিক কালের কন্ঠের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইসরাইল বাবু, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ, সিরাজগঞ্জ জেলা সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদে’র স্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।