মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ দিবস। দিবসটি পালন উপলক্ষে চাঁদপুকুর মিশনে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারিতাসের আশা প্রকল্পের সহযোগীতায় উপজেলা বাইসি কমিটি এ আয়োজন করে। বাইসি কমিটির সভাপতি লুইস সরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষ্ণ বল্লব মিশনের ফাদার পাত্রাস হাসদা, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুধির তির্কী, উরাও স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি জতিন টপ্য, কারিতাসের কর্মসূচি কর্মকর্তা ফুলজান শিউস মারান্ডি, মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা, সাংবাদিক ও চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিশনে এসে সিধু কানুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে।