মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে ঈদ উপলক্ষে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। ঈদের পর দিন গত সোমবার বিকেলে উপজেলার উত্তরগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জনতা সংসদের উদ্যোগে এ লাঠি খেলার আয়োজন করা হয়। এ লাঠি খেলায় মহাদেবপুর, মান্দা ও রাজশাহী জেলার বাগমারা উপজেলার লাঠিয়াল দল অংশগ্রহণ করে। আয়োজক কমিটির অন্যতম সদস্য আজিজুল ইসলাম জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলাটি ক্রমেই বিলুপ্ত হতে চলেছে। বিলুপ্ত প্রায় এ খেলাটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই এ আয়োজন করা হয়েছে। এ খেলায় চাম্পিয়ান হয় মান্দা উপজেলার পরানপুর লাঠিয়াল দল। রানার্স আপ হয়েছে রাজশাহীর বাগমারা উপজেলার লাঠিয়াল দল। তৃতীয় স্থান অধিকার করে মহাদেবপুর উপজেলার বামনসাতা লাঠিয়াল দল। খেলা শেষে বিজয়ী দল গুলোর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। জনতা সংসদের সহ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, জনতা সংসদের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল আলম দুলাল, উত্তরগ্রাম ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আয়োজক কমিটির সদস্য আজিজুল ইসলাম, ইউনুস আলী প্রমুখ।