পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সুস্থ্যতা কামনায় ঈদুল আযহা উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভায় বিগত দিনের আন্দোলন সংগ্রামে আহত-নিহত ও পঙ্গুত্ববরণকারী পরিবারের লোকজনের মাঝে কোরবানির গোস্ত পৌঁছে দেওয়ার জন্য ২০১৮ সালে জয়পুরহাট-০১ আসনের বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীক) সংসদ সদস্য পদপ্রার্থী জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব ফজলুর রহমানের নিজস্ব অর্থায়নে আজ শুক্রবার দুপুর ১২টায় উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মুঞ্জুরুল ইসলাম ও জিয়াউল ফেরদৌস রাইটের হাতে ২টি কোরবানির গরু তুলে দেন আলহাজ্ব ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুঞ্জুরে মাওলা পলাশ ও জেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম সহ বিভিন্ন দলীয় নেতাকর্মী।