বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে কুরবানির পশুর হাটে ভ্রাম্যমাণ ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমের উদ্বোধন হয়েছে। উপজেলার কোলা,গোবরচাপা এবং ভান্ডারপুর কুরবানির পশুর হাটে ক্রেতাদের সুবিধার্থে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই ভ্রাম্যমাণ মেডিকেল টিমের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক। আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ গোলাম মর্তুজা, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রশিদ, আসাদুজ্জামান, আল এমরান,আবু মাসুদ, মুনজিল মোমশাদ প্রমুখ।