পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে ১১২ বোতল ভারতী ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দহতপুর গ্রাম হতে তাদের গ্রেফতার করে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, উপজেলার দহতপুর গ্রামে ফেন্সিডিল কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত রইছ উদ্দিনের পুত্র মিঠু(২৭), ধুরইল গ্রামের জোনাব্বের পুত্র আব্দুস সালাম(৩৮) ও দহতপুর গ্রামের আছির উদ্দিনের পুত্র মাহমুদুল ইসলাম(২৭)কে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে বলে স্বীকার করেছে। পরে তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।