বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, সাংবাদিক হাসানুজ্জামান প্রমুখ।উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মাদক নির্মূলে এবং মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে।