বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে আড়ম্বরপূর্ণ ভাবে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। সকাল সাড়ে ১১ টায় বদলগাছী ডাকবাংলো প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলো প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল,হাফিজুর রহমান, জহুরুল ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার,বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, সদস্য বাবর আলী, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হসান তিতু, স্বেচ্ছাসেবক লীগের আবু শাহীন, মহিলা লীগের রাহেলা বেগম,যুব- মহিলা লীগের মমতাজ বেগম প্রমুখ। শেষে এক ভূঁড়ি ভোজ অনুষ্ঠিত হয়।#