নওগাঁ প্রতিনিধিঃ পৃথিবীর স্মরণকালের নিকৃষ্টতম মানব সন্তান ভারতের নুপুর শর্মা ও নবীণ কুমার জানদাল কর্তৃক বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম মহামানব বিশ্বনবী মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর আরশচুম্বী পবিত্রতম চরিত্রে সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনে নওগাঁ জেলা ইমাম মোয়াজ্জেম কল্যাণ সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে নওগাঁ জেলা ইমাম মোয়াজ্জেম কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আকরাম হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আলহাজ্ব রেদুয়ান, আইয়ুব আলী,ওমর ফারুক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন মুসল্লীরা বক্তব্য রাখেন। উক্ত সমাবেশে ঐ দুই বিজেপি নেতাকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানান বক্তারা। এতে শহরের বিভিন্ন মহল্লা থেকে আসা শতাধিক মুসল্লীরা অংশ নেয়।