মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে ফেসবুকে কুটক্তি করায় পল্লব কুমার মহন্ত নামে এক হিন্দু স্কুল ছাত্রকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে পল্লভ কুমারকে উপজেলা সদরের দক্ষিন দুলালপাড়া বাসা থেকে আটক করা হয়। জানাগেছে, সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র পল্লব কুমার মহন্ত গত শুক্রবার তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে কুটক্তি করে একটি কমেন্ট করে। তার কুটক্তিপূর্ণ কমেন্ট ভাইরাল হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরাসহ ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্ষোভ প্রকাশ করে এবং পল্লব কুমার মহন্তকে গ্রেফতারের দাবী জানায়। আটককৃত পল্লব কুমার মহন্ত সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামের পরিমল কুমার মহন্তের পুত্র। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. আজম উদ্দিন মাহমুদ জানান, আটককৃত পল্লব কুমার মহন্তের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান মিলন উপজেলাবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে পল্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।