পাবনা প্রতিনিধি: পাবনার এইচআইভি এইডস প্রতিরোধে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লাইট হাউসের আয়োজনে, আইসিডিডিআরবি’র কারিগরী সহায়তায় ও দি গ্লোবাল ফান্ডের আর্থিক সহযোগিতায় পরিচালিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আকতার। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নুরুল ইসলাম। লাইট হাউসের পাবনা অঞ্চলের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন, লাইট হাউসের ব্যবস্থাপক আরিফুর রহমান আরিফ। মাল্টিমিডিয়া প্রেজেন্ট করেন মেডিক্যাল অ্যাসিসটেন্ট ওমর ফারুক। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইমামুল ইসলাম, এমওসিএস ডা. জাহিদ কামাল, সাংবাদিক ও উন্নয়ন কর্মি কামাল সিদ্দিকী, টান্সজেন্ডার সিদ্দিক প্রমুখ। সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী জেন্ডার ও সেক্স বিষয়ের ধারণা তুলে ধরে যৌনবাহিত রোগ সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। তিনি আগামীদিনে সমাজ সেবা কার্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ তৃণমূল পর্যায়ে সচেতনা বৃদ্ধির আহবান জানান। অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ এ সংক্রান্ত আরো কিছু সুনির্দিষ্ট কর্মকান্ড হাতে নেওয়া দরকার। তবেই এইচআইভি রোধে সহায়ক ভূমিকা পালন হবে। সভায় প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ প্রকল্পের কার্যক্রম, লক্ষিত জনগোষ্ঠির সঠিক সেবা ও অধিকার রক্ষায় স্থানীয় সিভিল সোসাইটি, শিক্ষক, আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা, আইনজীবি, স্বাস্থ্য সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মানবাধিকার কর্মীরা এই অ্যাডভোকেসী সভায় অংশ নেন।