1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক গাবতলীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লিগে সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ন ধানের শীষের নির্বাচনী প্রচারণা লক্ষে গাবতলীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দেবেন বগুড়া বিএনপির ঘাঁটি -তারেক রহমান আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না : ডা: শফিকুর রহমান স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ : মঈন খান পালিচড়া হাটে জি এম কাদেরের পথসভা ও গণসংযোগ

আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায় না : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৫০ বার প্রদশিত হয়েছে

আওয়ামী লীগকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ বরাবরই প্রতারক, তাদের একদিন থাকতে দিলেও আমাদের ক্ষতি। রোববার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, তারা আবার শয়তানি শুরু করেছে। তারা বলছে পাচার করা অর্থ নাকি ফিরিয়ে আনবে। নিজেরাই টাকা পাচার করেছে ওটাকে ফিরিয়ে এনে জায়েজ করবে। অর্থাৎ ওই টাকা ফিরিয়ে নিয়ে এসে আবারো পাচারের সুযোগ করে দেবে। এদেরকে কখনোই বিশ্বাস করা যায় না। এরা বরাবরই প্রতারক। আওয়ামী লীগকে আপনারা দেখেননি। আমরা দেখেছি, বরাবরই তারা প্রতারণা করেছে। এই আওয়ামী লীগকে আর কোনো মতেই ক্ষমতায় থাকতে দেয়া যায় না। একদিন থাকলেও আমাদের ক্ষতি। জিয়াউর রহমানের রেখে যাওয়া গণতন্ত্রের পতাকা খালেদা জিয়া দীর্ঘ ৪০ বছর ধরে রেখেছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আজকে যখন আমাদের সবচেয়ে বড় সম্পদ গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, স্বপ্নগুলো ম্লান হয়ে যাচ্ছেম তখন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো আবার আমাদের সামনে এসে হাজির হয়েছেন তারেক রহমান। যিনি আমাদের সুদূর থেকে পথের দিশা দেখাচ্ছেন। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (শনিবার) প্রশ্ন করেছেন উনি (তারেক রহমান) টেমস নদীর পাড় থেকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন এটা কি সম্ভব হবে? ওবায়দুল কাদের সাহেব, অবশ্যই সম্ভব হবে, অবশ্যই সম্ভব হবে, কারণ তারেক রহমান সেই রাজনীতি ধারণ করেছেন, যে রাজনীতি এই দেশের সাধারণ মানুষের রাজনীতি। এখন মানুষ হত্যা, ধর্ষণ, খুন, জখমের মধ্যে থেকে বেরিয়ে আসতে চায়। মানুষ মুক্তি চায়, স্বাভাবিক জীবনযাপন করতে চায়। সেজন্য জিয়াউর রহমানের দর্শন যা তারেক রহমান ধারণ করে আছেন সেটা অবশ্যই এখানে সফল হবে। তা না হলে এই যে আমাদের ৩০-৪০ জন ছাত্রদলের ছেলেরা হাসপাতালে পড়ে আছে, কেন হাসপাতালে? কী পেয়েছে তারা? কী পাচ্ছে? তাদের ওই একটা আদর্শ, তারা বিশ্বাস করে আমাদের এই দেশকে মুক্ত করতে হবে। সেজন্য তারেক রহমানের ওইখান থেকে দেয়া নির্দেশে তারা ঝাঁপিয়ে পড়েছে। জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের হৃদয়ে আছে দাবি করে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানকে যে যত ইচ্ছা বলুক, তাকে খল নায়ক বলুক, পাকিস্তানের চর বলুক, সামরিক বাহিনী থেকে আসা বলুক, তাতে কিচ্ছু যায় আসে না। কারণ এই দেশের মানুষের হৃদয়ের মধ্যে তিনি প্রোথিত হয়ে গেছেন। তিনি জাতির সবচেয়ে দুঃসময়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। দ্বিতীয়বার ১৯৭৫ সালে যখন জাতি প্রায় দিশেহারা; কোন দিকে যাবে, কী করবে বুঝতে পারছে না, তখন আবার তিনি সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জনগণের সামনে এসে দাড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। সেই জিয়াউর রহমানকে জনগণের হৃদয় থেকে উঠিয়ে দেয়া যাবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও শহীদ উদ্দিন চৌধুরীর পরিচালনায় আলোচনাসভায় আরো বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা সাহিদা রফিক, আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies