দেশে করোনাভাইরাসের সংক্রমণে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই ৩৫ জনের শনাক্ত হয়। এ সময় করোনায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) কারও মৃত্যু হয়নি। আজ রবিবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৭৯। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৮৩। করোনা শনাক্ত হয়েছিল ২৮ জনের। সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৪২২ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩০ জনের। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগ ছাড়াও ময়মনসিংহ ও সিলেটে দুজন করে এবং চট্টগ্রামে একজনের সংক্রমণ শনাক্ত হয়। রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে কারও সংক্রমণ শনাক্ত হয়নি। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই অদৃশ্য ভাইরাস। এর কারণে নানাভাবে ভুক্তোভোগী কোটি কোটি মানুষ। দুই বছরের বেশি সময় ধরে চলা মহামারির দৌরাত্ম্য এখনো থাকলেও তা অনেকটাই কম। গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৬৬৪ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ৬৯৯ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ২১ হাজারের বেশি মানুষ। করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৩ কোটি ১৩ লাখ ৫২ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১০ হাজার ৩২৩ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫০ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ২৭০ জনের বেশি মানুষ। ২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ১১ হাজার ৫৯৫ এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ৫৭ লাখ ১১ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৪১ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩১ হাজার ২৫৯ জনের। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২৪ হাজার ৫৭২ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৯ লাখ ৭৬ হাজার ৪০৬ জনের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ৪৩৫ জনের। এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম জার্মানি এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব। চীনের কিছু এলাকায় ও উত্তর কোরিয়া ছাড়া বিশ্বের কোথাও করোনার কঠোর নিষেধাজ্ঞা নেই।