নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬-মে) সকালে উপজেলা পরিষদ চত্তরে ২০২১-২২ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দকৃত ১০১টি দুঃস্থ, অসহায়,গরিব প্রতিবন্ধীদের সস্প্রতি শিলাবৃষ্টি, বন্যায় ও অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২ বান্ডিল করে মোট ২০২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা হারে মোট ৬ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়৷ এ সময় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আও.লীগের সাধারন সম্পাদক মো: আনোয়ারুল হক সরকার মিন্টুু, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: আবু সায়েম সরকার প্রমুখ।