নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জটিল রোগের চিকিৎসা সহায়তায় ৩০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সমাজ সেবা অধিদফতরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যরালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক অনুদানে চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৬ মে) সকালে ইউএনও বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আও.লীগের সাধারন সম্পাদক মো: আনোয়ারুল হক সরকার মিন্টুু, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দিকা, সমাজসেবা কর্মকর্তা মোছা: নুরুন নাহার নূরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো: আবু সায়েম সরকার প্রমুখ। এ সময় বক্তরা রোগীদের র্দীঘায়ু ও সুস্থতা কামনা করেন।