ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থায়নে ৮৬ লক্ষ ২১ হাজার ২ শত ৫০ টাকা ব্যায়ে নীলফামারীর ডিমলায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ ১ কি:মি:রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫-মে) সকালে ইউএনও বেলায়েত হোসেনের সভাপতিত্বে ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট মৌজার তরিকুলের বাড়ির নিকট পাকা রাস্তা হতে শুরু করে হরিমন্দর ও ১নং ওয়ার্ডের গুড়বেচাটারী সলেমানের বাড়ির নিকট এইচবিবি রাস্তার শেষ মাথা হতে শুরু করে পাঁকা রাস্তা পর্যন্ত রাস্তায় ৫০০ মিটার রাস্তা এইচবিবি করণ কাজের ফলক উন্মোচন করেন, নীলফামারী-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান,, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার সহ স্থানীয় সুধিজন।