মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ ‘সেবা ও ভালোবাসায় ৫০ বছর’ অতিক্রম করলো বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা কারিতাস। ১৯৬৭ সালে কারিতাস পাকিস্থানের পূর্ব শাখা হিসেবে কার্যক্রম শুরু করে। ১৯৭০ সালে ভোলা ঘূর্ণি ঝরের পরে এটি পুনরায় খ্রিস্টান ত্রাণ ও পুনর্বাসন সংস্থা (কোর) নামের সংগঠিত হয়ে ঘূর্ণি ঝড় দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালের ১৩ জানুয়ারী এটি একটি জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানে পরিণত হয় এবং কারিতাস বাংলাদেশ নামে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই আত্ম মানবতার সেবা ও মানব সম্পদ উন্নয়নে সংস্থাটি অগ্রনি ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সমতল ভূমির আদিবাসীসহ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে এ সংস্থা নানা প্রকল্প বাস্তবায়ন করছে। সম্প্রতি উৎসব মুখর পরিবেশে পালিত হলো সংস্থাটির ৫০ বছর পূর্তি উৎসব। চাঁনপুকুর মিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ খালিদ মেহেদী হাসান পিএএ। উদ্বোধনের পর মিশন হলরুমে কারিতাসের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল গাফ্ফার, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুন কোবরা, কারিতাসের প্রকল্প কর্মকর্তা দিপক এক্কা, কারিতাসের মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা প্রমুখ। এ অনুষ্ঠানে ২১ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ১ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি, ২টি দরিদ্র পরিবারকে স্যানিটাইজেশনের জন্য ৭ হাজার টাকা করে এককালীন অনুদান ও জব ক্রিয়েশনের জন্য ১ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। শেষে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।