বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ইউনিট স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। ২১ মে বিকাল সাড়ে ৪ টায় এই অক্সিজেন সাপ্লাই ইউনিট স্থাপন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিজ ফারহানা, উপজেলা প্রকৌশলী মোখলেসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম প্রমুখ। স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় বদলগাছী উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের টেকনিক্যাল সহযোগিতায় বাস্তবায়িত ২৯ লক্ষ ১ হাজার ৮ শত ৫০ টাকা ব্যয়ে এই অক্সিজেন সাপ্লাই ইউনিটটি নির্মাণের ফলে অক্সিজেন সমস্যাজনিত ২০ জন রোগী একসঙ্গে সেবা গ্রহণ করতে পারবেন।