বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ২০২১-২০২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় পদ্ধতিতে চাষকৃত জমিতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন হয়েছে। উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার মাঠে ১১মে বিকাল সাড়ে ৪টায় যন্ত্রের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ শামীম ইকবাল, কৃষি প্রকৌশলী মোঃ মাঝহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা গণ এবং স্থানীয় কৃষকগণ। কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, এই যন্ত্রের মাধ্যমে ধান কর্তনের ফলে কৃষকগণ অল্প সময় এবং অল্প খরচে তাঁদের কষ্টের ফসল ঘরে তুলতে পারবেন।