বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে দুইটি দোকানে ২ হাজার টাকা জরিমানা এবং বেশ কয়েকটি দোকানীকে সতর্ক করে দিয়েছে। জানা যায়, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ অনুযায়ী উপজেলা সদরের কয়েকটি দোকানে এবং ইউনিয়ন পর্যায়ে কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় লাইসেন্স না থাকায় এবং খাদ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না করায় দুইটি দোকানে ২ হাজার টাকা জরিমানা এবং অন্যান্য দোকানীকে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সহকারী কমিশনার ( ভূমি) চৌধুরী মোস্তাফিজুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ গোলাম মর্ত্তুজা এবং থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।