বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ সারা বিশ্বের ন্যায় নওগাঁর বদলগাছীতেও বিশ্ব “মা” দিবস-২০২২ পালন করা হয়েছে। এই দিবস পালন উপলক্ষে বদলগাছী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে ৮ মে রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোখলেসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাহেলা বেগম প্রমুখ। সভায় বক্তাগন বলেন, আসলে বছরে মাত্র একটি দিনই “মা” দিবস নয়। যাদের মা জীবিত আছেন তাদের প্রতিটা দিনই “মা” দিবস। কেননা যার “মা” বেঁচে নেই সেই বুঝতে পারে মা কি, কেন এবং জীবনে মায়ের গুরুত্ব কতখানি।