বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জাতীয় পুষ্টি সপ্তাহ – ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সঠিক পুষ্টিতে, সুস্থ জীবন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে এই জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে ২৩ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বদলগাছী উপজেলা জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিস ফারহানা, সাংবাদিক হাসানুজ্জামান, হাফিজার রহমান,প্রধান শিক্ষক আব্দুর রউফ প্রমুখ। উক্ত সভায় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিস ফারহানা জানান, ২৩ থেকে ২৯ এপ্রিল এই পুষ্টি সপ্তাহ উদযাপন করা হবে। ২৪ এপ্রিল কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হবে। ২৫ এপ্রিল প্রবীণ ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা হবে। ২৬ এপ্রিল উপজেলার ২৬ টি কমিউনিটি ক্লিনিকে পুষ্টি বিষয়ক বার্তা প্রচার করা হবে। ২৭ এপ্রিল উপজেলার সকল ইপিআই টিকাদান কেন্দ্রে পুষ্টি বিষয়ক বার্তা প্রচার করা হবে। ২৮ এপ্রিল ৭০ টি দুঃস্থ পরিবারের মাঝে পুষ্টি সম্পন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হবে এবং ২৯ এপ্রিল শেষদিনে উপজেলার ৩ টি এতিমখানা ও শিশু সদনে পুষ্টি মান সম্পন্ন খাদ্য সামগ্রী দিয়ে ইফতারি আয়োজন করা হবে।