আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত আড়াই থেকে তিন হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই কথা বলেন। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুদ্ধে দশ হাজারের বেশি ইউক্রেনীয় আহত হয়েছেন। শেষ পর্যন্ত কতজন বেঁচে থাকবে তা বলা কঠিন। জেলেনস্কি দাবি করেন, যুদ্ধে রাশিয়া ১৯ থেকে ২০ হাজার সেনা হারিয়েছে। যদিও ক্রেমলিন দাবি করেছে, যুদ্ধে তাদের এক হাজার ৩৫১ সেনা প্রাণ হারিয়েছে। এছাড়া জেলেনস্কি তার দৈনিক ভাষণে আবারও রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরবর্তী প্যাকেজে অবশ্যই রাশিয়ার তেল নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করতে হবে।’ ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘সাধারণভাবে, গণতান্ত্রিক বিশ্বকে অবশ্যই মেনে নিতে হবে যে রাশিয়ার শক্তি সম্পদের অর্থ আসলে গণতন্ত্রের ধ্বংসের জন্য অর্থ। যখন এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে, তখন আমরা সবাই শান্তি দেখতে পাব।’ জেলেনস্কি বলেন, তিনি শুক্রবার দেশটির সামরিক নেতা এবং এর গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে একটি বৈঠকে অবরুদ্ধ বন্দর শহর মারিউপোল নিয়ে আলোচনা করেছেন। জেলেনস্কি রাতে জাতির উদ্দেশে দেওয়া ভিডিও ভাষণে বলেন, ‘বিশদ বিবরণ এখন প্রকাশ করা যাবে না, তবে আমরা আমাদের জনগণকে বাঁচানোর জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করছি।’ সাত সপ্তাহের যুদ্ধে মারিউপোল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজিয়ানিক এর আগে বলেছিলেন যে, শহরের পরিস্থিতি ‘কঠিন এবং কঠিন’। অপরদিকে কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে যে, খারকিভে সাম্প্রতিক মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজারে পৌঁছেছে। এর আগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, রাশিয়ার গোলাগুলিতে একজন শিশুসহ সাতজন নিহত হয়েছে। এক টুইট বার্তায় স্থানীয় নিউজ আউটলেট বলেছে, রুশ বাহিনী হামলায় রকেট লঞ্চার ব্যবহার করেছে।
সূত্র: আল জাজিরা