দেশে টানা ষষ্ঠ দিন করোনায় মৃত্যু শূন্য। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে । দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ। যা আগের দিন ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭০৭ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৫৪টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ২৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।