মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে চলতি মৌসুমে রেকর্ড পরিমান জমিতে বোরো চাষ হয়েছে। বোরো ক্ষেত পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এখন মাঠে মাঠে চলছে সার কীটনাশক প্রয়োগ ও আগাছা পরিষ্কারের কাজ। সঠিক পরিচর্চা ও আবহাওয়া অনুকুল থাকলে এবার বোরোর বাম্পার ফলনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে এ উপজেলায় এবার রেকর্ড পরিমাণ ২৮ হাজার ৪০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। বিগত বছর গুলোতে এ পরিমাণ জমিতে বোরো চাষ হয়নি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, বোরো চাষের জন্য উপ সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ ও সহযোগীতা প্রদান করছেন।