বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক অায়োজিত মেলায় উপজেলা মৎস্য দপ্তরের প্রদর্শনী সেরা স্টল হিসেবে ১ম স্থান “অসাধারণ ” অর্জন করেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম এর অসামান্য কলাকৌশলীতে এবং সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক, ক্ষেত্র সহকারী আব্দুল বারীর প্রদর্শিত স্টলটি দর্শনার্থীদের মন কেড়েছে। মেলা উপলক্ষে মৎস্য দপ্তর ৩৫ জন প্রতিবন্ধী শিশু ও দুঃস্থ জেলেদের মাঝে ১ কেজি করে মাছ বিতরণ করেন। বিভিন্ন পুকুরের পানি পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। স্টলের সামনে স্থাপিত জলাশয়ে আগত অতিথিদের বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা করেন। এছাড়াও বোটম ক্লিন রেসওয়ে পদ্ধতি, রিসারকুলেটিং একুয়াকালচার সিস্টেম, ইফকাস,মৎস্য অভয়াশ্রম, পেনে মাছ চাষ,কুচিয়া চাষ,গ্রিন হাউজ পদ্ধতিতে মাছ চাষ,একুরিয়াম,অ্যাবেটর এবং মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করেন। এছাড়া ২য় স্থান “অনন্য ” অর্জন করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বদলগাছী। সমাপনী দিনে পুরষ্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা হাসান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমুখ। তাদের নিকট থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।