নীলফামারী জেলা প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে ২৪ মার্চ ২০২২ রোজ- বৃহস্পতিবার চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ মাঠে নব নির্মিত কৃষক সেবা কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক, জেলা এলজিইডি প্রকৌশলী সুজন কুমার কর, ওসি আব্দুর রউফ, সদর আও.লীগের সভাপতি আবুজার রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সান্ত¡না চক্রবর্তী, জেলা আ.লীগের সেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, চওড়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের (বিটু) সহ স্থানীয় সুধিজন।