কুড়িগ্রাম প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম শাপলা চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে জাতীয় পার্টি, জাতীয় যুব সহংহতি, জাতীয় মটর শ্রমিক পার্টি, জাতীয় ছাত্র সমাজ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের দুই সহ¯্রাধিক নেতা-কর্মী অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা জাপা নেতা আতাউর রহমান আতা, নুর আলম সিদ্দিক লাভলু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাইদুর রহমান, পৌর শাখার সদস্য সচিব আমিনুর রহমান, জেলা যুব সংহতির মাসুদ রানা ইকবাল, জাতীয় মটর শ্রমিক পার্টির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মিরান, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম, জেলা সদস্য সচিব মোন্নাফ হাসান প্রমূখ।
দ্রব্য মুল্য স্বাভাবিক রাখতে ব্যর্থ হওয়ায় বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করে বক্তরা বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে সরকারের নানমূখি উন্নয়ন কর্মকান্ডও এখন প্রশ্নের মুখে পড়েছে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে সকল পণ্যের দাম দ্রুত কমানোর দাবি করেন তারা।