মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে পবিত্র রমজান উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে ভর্তুকি মূল্যে নি¤œ আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু হয়েছে। এতে দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতিতে দিশেহারা হয়ে পড়া স্বল্প আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রবিবার দুপুরে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ অরুন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুলতান হোসেন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিঞা, আওয়ামী লীগ নেতা অজিত কুমার মন্ডল ও টিসিবির ডিলার বাবুল চন্দ্র ঘোষ। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নে মোট ১৮ হাজার ৪২০ টি কার্ডধারী পরিবার ভূর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবেন। কার্ডধারী এসব পরিবারের মাঝে রমজানের আগে ও রমজানের মধ্যে দুই দফায় পণ্য সামগ্রী প্রদান করা হবে। প্রথম পর্যায়ে ৫৫ টাকা কেজি দরে ২ কেজি করে চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি করে মসুর ডাল ও ১১০ টাকা কেজি দরে ২ লিটার করে সয়াবিন তেল বিক্রি করা হলেও পরবর্তীতে এর সাথে ৫০ টাকা কেজি দরে ছোলাবুট, ৮০ টাকা কেজি দরে খেজুর ও ৩০ টাকা কেজি দরে পেঁয়াজও বিক্রি করা হবে।
উপজেলার ১০ ইউনিয়নে টিসিবির এসব পণ্য বিক্রির জন্য ৩ জন ডিলার নিয়োগ করা হয়েছে।#