পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।