হত্যা ও রক্তক্ষরণ ছাড়া ক্ষমতাসীন সরকার কিছুই পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ক্ষমতা পাকাপোক্ত করে রাখতে প্রধানমন্ত্রী নিজের পথের কাঁটা যেন না থাকে সে জন্য খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে বলেও অভিযোগ করেছেন বিএনপি এই নেতা। সোমবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। বিশেষ অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। বিএনপির আন্দোলন-সংগ্রামকে ‘বাঁচা-মরার সংগ্রাম’ আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘এই সরকার অনেক কিছুই হত্যা করবে, এরা গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের কথা বলার স্বাধীনতা হত্যা করেছে, গণতন্ত্রের মৌলিক অধিকারগুলো হত্যা করেছে, এরা হত্যা ও রক্তক্ষরণ ছাড়া কিছুই পারেনি। আর এগুলো নিশ্চিত করার জন্যই গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে সেই অভিযোগপত্রে সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিছুই নাই। কিন্তু তাকে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বলেছেন তিনি অনেক উন্নয়ন করেছেন। আপনাদের ধরে নিতে হবে প্রধানমন্ত্রী যখন বলবেন তারপরেই দ্রব্যমূল্যর দাম বেড়ে যাবে। জনগণ খেতে না পেয়ে বাঁচল কিংবা মরল এর কোনো তোয়াক্কা করে না তারা।