বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ বাংলাদেশ মহিলা হ্যান্ডবল ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতায় নওগাঁ জেলা মহিলা ক্রীড়া সংস্থা তথা বদলগাছী উপজেলা মহিলা হ্যান্ডবল দল অপরাজিত চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। রাজধানীর ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ১২ মার্চ অনুষ্ঠিত ফাইনাল খেলায় নওগাঁ জেলা মহিলা ক্রীড়া সংস্থা তথা বদলগাছী উপজেলা মহিলা হ্যান্ডবল দল ১২-৮ গোলে জামালপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে এই প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ান হয়েছে। নওগাঁ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সুমি আক্তার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। এই বিজয়ে বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন সকল খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।