মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগীতায় ও আদিবাসী উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৭দিন ব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষন শুরু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বনগ্রাম আনন্দ নিকেতন বিদ্যালয়ে এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হারুন অর রশিদ। আদিবাসী উন্নয়ন কেন্দ্রের সভাপতি নন্দলাল উরাও এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, বন্ধনের নির্বাহী পরিচালক ওবায়দুল হক বাচ্চু ও আদিবাসী উন্নয়ণ কেন্দ্রের নির্বাহী পরিচালক দীপঙ্কর উরাও। এতে প্রশিক্ষন প্রদান করবেন ক্লান্তি শেষে সংস্থার প্রশিক্ষক পারুল বেগম।