মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ একুশের প্রত্যাশা সুরক্ষিত হোক সবার মাতৃভাষা। এ শ্লোগানকে সামনে রেখে গত সোমবার নওগাঁর মহাদেবপুরে জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র পরিষদের সভাপতি চঞ্চল পাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, আদিবাসী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক পলাশ পাহান প্রমুখ। বক্তারা সমতলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর বিলুপ্ত প্রায় ১৩টি ভাষা সুরক্ষার দাবী জানান। এর আগে জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।