মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচীর কর্মরত শিক্ষকদের মাসিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়র সংস্থা কারিতাস এ কর্মসূচী বাস্তবায়ন করছে। গত বৃহস্পতিবার উপজেলার রাবেয়া পল্লীতে এ সভা অনুষ্ঠিত হয়। এ প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার বিরোক এক্কার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রোগ্রাম অফিসার আবুল বাসার মোল্লা। এ সভায় বিভিন্ন উপানুষ্ঠানিক বিদ্যালয়ের ৭২ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।