নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীরীগের যুগ্ম সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও সুদুরপ্রসারী নেতৃত্বের কারনে বাংলাদেশের সকল মানুষের অর্থনৈতিক পরিবর্তন এসেছে। বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। পাকিস্থানকে অনেক আগেই ছাড়িয়ে গেছে। পাকিস্তান এখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে দীর্ঘশ্বাস ফেলছে। পাকিস্তানের জনগনের কাছে বাংলাদেশ এখন উদাহরন। পাকিস্তানের জনগন এখন সে দেশকে বাংলাদেশ বানানোর আহবান জানাচ্ছেন। মন্ত্রী বৃহষ্পতিবার দুপুর দেড়টায় নওগাঁ জিলা স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ নওগাঁ পৌর শাথার ত্রিবার্সিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আরও বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যপক উন্নয়ন কর্মকান্ড অর্জিত হয়েছে। এই সাফল্যের নজির দেখে অনেকেই পিঠ বাঁচাতে আওয়ামীলীগে যোগদান করতে আসবেন। যারা পিঠ বাচাতে আওয়ামীলীগে আসতে চাইবে, যারা জমি দখলের সাথে জড়িত, যারা মাদকের সাথে জড়িত তারা দলের নেতৃত্বে আসতে পারবেনা। এ ব্যপারে স্থানীয় নেতাকমর্েিদর প্রতি প্রতি কঠোর হুশিয়ারী প্রদান করেন। নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামীরীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারনে সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, মোঃ শদিুজ্জমান সরকার এমপি, ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি এবং মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি। দ্বিতীয় সম্মেলনের অধিবেশনে নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, সাধারণ সম্পাদক মোঃ নাছিম আহমেদ নির্বাচিন হয়।