পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হলেন। গত ৭ ফেব্রুয়ারি ৭ম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইউনিয়নে মোট ভোটার ছিল ২৩৫৭৪ জন। ৯১% ভোটার উপস্থিতিতে ২১৫৪৮ ভোট সংগ্রহ হয়। এর মধ্যে আ.লীগ মনোনীত প্রার্থী জিহাদ মন্ডল (নৌকা মার্কা) ১৫৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মুক্তার হোসেন মন্ডল (আনারস মার্কা) পেয়েছেন ৫০৫২ ভোট। সংরক্ষিত মহিলা সদস্যা পদে সেলিমা আক্তার ময়না (মাইক মার্কা) ২৩৬৮ ভোট, মোমেনা বেগম (বই মার্কা) ২১০৩ ভোট, জিন্নাত আরা চৌধুরী (মাইক মার্কা) ৪০১০ ভোট। সাধারণ সদস্য পদে শাহ আলম (টিউওবয়েল মার্কা) ৭৮০ ভোট, (২০০৩ সাল থেকে ধারাবাহিক ভাবে ৪ বার নির্বাচিত হলেন) শফিকুল আলম বাবু (তালা মার্কা) ৬৭৭ ভোট, আনোয়ার হোসেন আনু (টিউওবয়েল) ৯০৮ ভোট, শাহানুর ইসলাম স্বপন (ফুটবল মার্কা) ৭১৫ ভোট, গোলাম মোস্তফা মন্ডল গোলাম (টিউওবয়েল মার্কা) ৭৩৮ ভোট, আবেদ আলী তালুকদার (ফুটবল মার্কা) ১২১৬ ভোট, ফরিদুল হোসেন সরকার (বৈদ্যুতিক পাখা মার্কা) ৭৮৭, মোজাম্মেল হক (তালা মার্কা) ৮১০ ভোট, ভুপেন চন্দ্র মন্ডল (টিউওবয়েল মার্কা) ৮৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।