ন্যাটোর প্রতি আরও সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনের আগে এক দ্বিপাক্ষিক বৈঠকে তারা এ আহ্বান জানান বলে ক্রেমলিন এক যৌথ বিবৃতিতে জানিয়েছে। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারেই ইঙ্গিত দিয়েই দুই নেতা এই আহ্বান জানান বলে মনে করা হচ্ছে। ক্রেমলিনের প্রকাশ করা ওই যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই দেশের (রাশিয়া-চীন) ধারণা নির্দিষ্ট কিছু রাষ্ট্র, সামরিক ও রাজনৈতিক জোট পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অন্যদের নিরাপত্তা লঙ্ঘন করে একপাক্ষিকভাবে সামরিক ফায়দা তুলছে। বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া এবং চীন ন্যাটোর আরও সম্প্রসারণের বিরোধিতা করে এবং উত্তর আটলান্টিক জোটকে তাদের মতাদর্শিক স্নায়ু যুদ্ধের পন্থা ত্যাগ করার আহ্বান জানায়। পাশাপাশি অন্যান্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থ, তাদের সভ্যতাগত, সাংস্কৃতিক ও ঐতিহাসিক পটভূমির বৈচিত্র্যকে সম্মান করারও আহ্বান জানায় রাশিয়া ও চীন। একইসঙ্গে অন্যান্য দেশের শান্তিপূর্ণ উন্নয়নের প্রতি একটি ন্যায্য এবং বস্তুনিষ্ঠ মনোভাব প্রকাশের আহ্বান জানিয়েছে দুই দেশ। এদিকে, চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, দুই নেতা চীন-রাশিয়া সম্পর্ক এবং আন্তর্জাতিক কৌশলগত নিরাপত্তা ও স্থিতিশীলতা সম্পর্কিত প্রধান ইস্যুগুলোর উপর গভীর এবং পুঙ্খানুপুঙ্খভাবে মত বিনিময় করেছেন। তবে সিনহুয়া সরাসরি ন্যাটোর নাম উল্লেখ করেনি। বৈঠক শেষে শুক্রবারই পুতিন চলমান বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
যদিও ডোপ কেলেঙ্কারির কারণে রাশিয়ার কর্মকর্তাদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগদান নিষিদ্ধ করা হয়েছে, তবে স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধান আমন্ত্রণ জানালে তারা অংশগ্রহণ করতে পারেন। তবে ডোপ টেস্টে নিজেদের নিরপরাধ প্রমাণ করতে পারলে রুশ ক্রীড়াবিদদের দেশের পতাকা কিংবা জাতীয় সংগীত ছাড়া স্বতন্ত্র ক্রীড়াবিদ হিসেবে অংশগ্রহণের অনুমতি রয়েছে। এদিকে, চীনের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়াসহ পশ্চিমাদেশগুলো দেশটিকে কূটনীতিকভাবে বয়কট করেছে।