কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা বিএনপির উদ্যোগে বাকশাল গনতন্ত্র হত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পুরাতন পোষ্ট অফিস পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সহ সভাপতি জহুরুল আলম, যুগ্ন সম্পাদক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব, জেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, পরিবার কল্যান সম্পাদক শফিকুল ইসলাম শফি, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, জেলা সে¦চ্ছা সেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু দারদা হেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক রকিবুল হাসান রকি বকসী প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ১৯৭৫ সালে বাকশাল গঠনের মাধ্যমে আওয়ামীলীগ একদলীয় শাসন প্রতিষ্ঠা করে। সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয় ঐদিন। বর্তমান সরকার পূর্বের ন্যায় আবারো বাকশাল কায়েমের ষড়যন্ত্র করছে। কিন্তু বিএনপির একটি কর্মী জীবিত থাকা অবস্থায় তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে নেয়ায় সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, অবিলম্বে নির্দলীয় সরকারের অধিনে নির্বচন দিতে হবে। অবিলম্বে দেশ নেত্রী বেগম জিয়ার সু-চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে। বক্তারা আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পদ ত্যাগের দাবিতে দলের সকল পর্যায়ের নেতা কর্মিদের জনগণকে সম্পৃক্ত করে রাজপথ দখলে নেয়ার আহবান জানান।