শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার শাহাদাত হোসেন পিপিএম,জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মী, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুর রহমান,উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান, সহকারী নির্বাচন অফিসার মাছুদুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মোট ৭৫টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা অংশগ্রহণ করেন। কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি-বিধান, দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।