মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে রাজশাহীতে জেলা তথ্য অফিস ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান আয়োজন করেছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন এবং পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। সংগীতানুষ্ঠানে জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবরী স্বাগত বক্তব্য রাখেন। এ সময় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন, পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞরা মনে করেন, ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান ভোটারকে সরাসরি দৃষ্টি আকর্ষণ ও সচেতনতা সৃষ্টিতে এক নতুন মাত্রা যোগ করবে। বক্তারা বলেন, অনুষ্ঠান চলাকালীন শিল্পীরা গান এবং স্লোগানের মাধ্যমে মানুষকে সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করবেন এবং পাশাপাশি নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আচরণ বিধিও প্রচার করবে। দিনব্যাপী এই কার্যক্রমে শিল্পীরা মহানগর ও সংলগ্ন উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে থিমভিত্তিক সংগীত পরিবেশন করে সাধারণ জনগণকে নির্বাচনী প্রক্রিয়া ও ভোটর সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করবেন।