বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও মৌসুমী ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় বগুড়া জেলা কিউট হ্যান্ডবল লীগ শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে ফাইনাল খেলায় সেভেন স্টার ক্লাব ট্রাইব্রেকারে ৪-৩ গোলে এইচ, এন হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে । খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ। বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন এর সভাপতিিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজের রিজিওনাল ম্যানেজার আতাউর রহমান, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন। উক্ত হ্যান্ডবল লিগে ১০টি দল অংশগ্রহণ করছে।