রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গতকাল রাতে রংপুরের সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়া হাটে এক পথসভা শেষে স্থানীয় জনসাধারণের সাথে সরাসরি গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এ ইয়াসির, রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু এবং সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক। পথসভা ও গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও অংশ নেন সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্না, সদস্য সচিব মাসুদার রহমান মিলন, উপজেলা জাতীয় পার্টি নেতা রুহুল আমিন লিটন,তারিক সরকার আপন, নওশাদ আলী, মফিজুল ইসলাম, সুরুজ মিয়া, মো. হাফিজার রহমান, জসিম প্রামাণিক, রায়হান ইসলাম, সুমন শিশির, আলকাস আলী ও যাদু মিয়াসহ দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।গণসংযোগকালে জি এম কাদের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় সন্তোষ প্রকাশ করেন এবং জাতীয় পার্টিকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। (ছবি আছে)