জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, একটি দলের নেতাকর্মীরা জামায়াতের নারী কর্মীদের দেখলেই প্রচার কাজে বাঁধা ও হামলা চালিয়ে জখম করছে। হামলার ঘটনায় জনগণ ছি: ছি: করছে। আগামী ১২ তারিখ ভোটের দিন, জনগণ এর উপযুক্ত জবাব দিবে। জনগণ নারী নির্যাতনকারীদের পরিত্যাগ করে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লা বিজয়ী করবে ইনশাআল্লাহ। তিনি গতকাল শনিবার সকালে বগুড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের নিশিন্দারা শাহপাড়া, আটাপাড়ায় গণসংযোগ ও পথসভায় একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের বগুড়া শহর শাখার সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর যুব বিভাগের সেক্রেটারী আব্দুল হাদী শফিক, এনামুল হক রানা, ১ নং ওয়ার্ড জামায়াতের আমির জামিলুল হক, ৫নং ওয়ার্ড আমির জাকারিয়া ইসলাম, মাহবুবুল আলম, আব্দুল ওয়াদুদ, আসলাম শেখ , ইসলামী ছাত্রশিবির আলিয়া মাদরাসা সভাপতি আবুল কাশেম, হাবিবুর রহমান প্রমুখ। আাবিদুর রহমান আরো বলেন, মানুষের তৈরী মতবাদে কোনদিন সমাজে শান্তি প্রতিষ্ঠা হবেনা। আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের পক্ষে জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত রাস্ট্র উপহার দিবো। স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। ক্ষমতায় গেলে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে জামায়াতের প্রধান কাজ।