ঘোড়াঘাট, প্রতিনিধিঃ- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সমর্থনে শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধায় ঘোড়াঘাটে গণসংযোগ ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কানাগাড়ী বাজার এলাকায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তারা ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে ডা. জাহিদ হোসেনকে এগিয়ে আনার গুারুত্ব তুলে ধরেন। গণসংযোগ শেষে মিছিলটি দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে এবং একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সারোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম দুলু, রাণীগঞ্জ বিদ্যাপীঠের পরিচালক মো. হাফিজুল রহমান হাফিজ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন সষ্পন, সিংড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাফুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।