রংপুর প্রতিনিধি: রংপুর-৩ আসনে জাতীয় পার্টির দুর্গ রক্ষা এবং চেয়ারম্যান জিএম কাদেরের বিজয় সুনিশ্চিত করতে মাঠে নেমেছেন স্থানীয় জাপা ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত ধাপ এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে নেতৃবৃন্দ ধাপ এলাকার ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব, ফার্মেসি এবং ছোট-বড় সকল ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট নিয়ে পৌঁছে যান। এসময় সাধারণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।গণসংযোগে সাবেক মেয়র মোস্তফার সাথে উপস্থিত ছিলেন মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার আহ্বায়ক আজমল হোসেন লেবু, সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম ও হাসানুজ্জামান নাজিম।এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জাতীয় যুব সংহতির আহ্বায়ক ইউসুফ আলী, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সাংগঠনিক সম্পাদক আশিক আলী, যুবনেতা রায়হান ইসলাম, আব্দুল মুহিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য রমজান আলী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মহানগর জাতীয় ছাত্রসমাজের সভাপতি জিএস জসিম এবং জেলা জাতীয় ছাত্রসমাজের সদস্য সচিব মুহিন সরকারসহ স্থানীয় ও অঙ্গ সংগঠনের একঝাঁক বলিষ্ঠ নেতৃবৃন্দ।প্রচারে অংশ নেওয়া নেতারা জানান, রংপুরের মানুষ বরাবরই লাঙ্গল অন্তপ্রাণ। আগামী নির্বাচনেও জিএম কাদেরকে বিপুল ভোটে জয়ী করার মাধ্যমে তারা উন্নয়নের পক্ষে রায় দেবে।