নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী নগরীর বসুয়া এলাকায় চলাচলের রাস্তার প্রায় ২ফুট জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগে স্থানীয় বাসিন্দা মোছাঃ শরিফা বেগম রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-র নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, বাদী ও আশপাশের প্রায় ১৯/২০টি পরিবার গত কয়েক মাস ধরে দীর্ঘদিন ধরে চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি দখল হওয়ায় চরম অসুবিধার মুখে পড়েছেন তারা। গত কয়েক মাসে রাজশাহী নগরীর রাজপাড়া থানার বসুয়া পাউরুটি ফ্যাক্টরীর এলাকায় মোঃ রাকিব, যিনি লক্ষ্মীপুর (কাঁচা বাজার) এলাকার আফতাবের ছেলে, তার ব্যক্তিগত দাগ আর.এস. ২২৬-এর উপর একটি পাকা টিনশেড বাড়ি নির্মাণ করেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন বাদী মোছাঃ শরিফা বেগম। বাদীর অভিযোগে উল্লেখ করা হয়, চলাচলের প্রায় ৮ ফুট প্রশস্ত রাস্তাটির দক্ষিণদিকের অংশ দখল করে বাড়ি ও উঁচু ওয়াল নির্মাণ করা হচ্ছে, রাস্তাটি সংকুচিত হয়ে চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, নির্মিত ওয়াল ফাউন্ডেশন ছাড়াই বা সীমানা নির্ধারণ না করে করা হচ্ছে, ফলে আশপাশের বাসিন্দারা আর্থিক, সামাজিক ও নিরাপত্তাজনিত ক্ষতির মুখে পড়েছেন, বিশেষ করে বয়স্ক, শিশু ও মহিলাদের চলাফেরা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বা প্রাকৃতিক দুর্যোগে ওয়ালটি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই আরডিএ’র নিয়মিত ইমারত আইনের আওতায় ঠিকভাবে ব্যবস্থা নেওয়া এবং রাস্তাটি আগের অবস্থায় রাখা প্রয়োজন। বাদী শরিফা বেগম বলেন, আমাদের চলাচলের একমাত্র রাস্তা দখল হওয়ায় আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। আর এ কারণেই আমরা আরডিএ’র মাধ্যমে আইনগত ব্যবস্থা চাই। অভিযোগের বিষয়ে সরাসরি কথা বললে বিবাদী মোঃ রাকিব গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং বলেন, আমি সঠিক নিয়ম মেনে বাড়ি নির্মাণ করছি। এই বিষয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-র আথরাইজড অফিসার আব্দুল্লাহ আল তারেক বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরডিএ’র পক্ষ থেকে দ্রুত অনুসন্ধান ও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।