ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। ২৩ জানুয়ারি শনিবার বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের চকরপাড়া ও শাহাপাড়া এলাকায় ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। গণসংযোগে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ মো: মেহেদী হাসান হিমু, ওয়ার্ড বিএনপির সভাপতি ময়নুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি এড.শাহাজাদী আঞ্জুমান আরা লাইলী, সোহেল রানা সুমন, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফিন খালিদ, আতিক মল্লিক, ঠান্ডা, স্বাধীন, দিপু প্রমুখ।