বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপিসহ ৭টি রাজনৈতিক দলের নেতারা। বুধবার রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে আলাদা আলাদাভাবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজেপির আন্দালিব রহমান পার্থ, আমজনতার মিয়া মসিউজ্জামান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জনঅধিকার পার্টির ইসমাইল হোসেন সম্রাট ও নেজামী ইসলাম পার্টির একেএম আশরাফুল হক, গণফোরাম সুব্রত চৌধুরী এবং গণতান্ত্রিক বাম ঐক্যের হারুন চৌধুরী নিজ নিজ দলের নেতৃত্ব দেন। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। এর নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।